কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রেমিকার বাবা-চাচার পিটুনির পর এক তরুণের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ছেলের মৃত্যুর খবর শুনে এ দিকে মারা গেছেন বাবাও। এ ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা পলাতক রয়েছেন।
রোববার উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া ২০ বছর বয়সী তরুণের নাম মাহিন মিয়া। তিনি মধ্যম মাঝিগাছা গ্রামের ৫০ বছর বয়সী হিরণ মিয়ার ছেলে। স্বজনরা জানান,মাহিনের সঙ্গে প্রতিবেশী এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন বাড়িতে ডেকে নিয়ে মাহিনকে মারধর করেছেন বলে জানা যায়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কিছুটা সুস্থ বোধ করলে রোববার সকালে মাহিনকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ফিরে বেলা ১১টার দিকে মাথাঘুরে পড়ে যান তিনি। এ অবস্থায় তাকে আবারও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ছেলের মৃত্যুর ঘটনা শুনে দুপুরে বাবা হিরণ মিয়াও মারা যান। স্বজনদের ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।
কুমিল্লার কোতয়ালী মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,মাহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানান ময়নাতদন্তের শেষ রিপোর্ট আসলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।