নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র নির্দেশনায় ইফাদা ইলেক্ট্রনিক্স লিঃ এর পক্ষ থেকে নিম্ন আয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দিলালপুর ও নাগেরকান্দি তিতাস চৌরাস্তায় ইফাদা ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধীকারি এইচ এম আমজাদ হোসাইনের নিজস্ব অর্থায়নে এসব অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহারের মধ্যে রয়েছে পোলার চাউল, ডাল, চিনি, তেল, ছোলা, আলু, পেয়াজ, সেমাই, খেজুর, দুধ।
এসময় দিলালপুর তমিজ উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ওবায়েদুল্লাহ, স্থানীয় দেলোয়ার হোসেন, জমির উদ্দিন খাঁন, ফুল মিয়া, মুনাফ মিয়া, আনোয়ার হোসেন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।