1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’ দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুণ কুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালা বাংলাদেশের ব্রি ধান- ১০২ এর সর্ববৃহৎ মাঠ দেবীদ্বারে কুমিল্লায় মাটি খুঁড়তেই বেরিয়ে উ লাল ইটের প্রাচীন দেয়াল হানাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা সাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র উন্নয়ন বাধাগ্রস্থ হবে- গণ মাধ্যম দিবসে বক্তারা ২ রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্ত কুমিল্লায় মহান মে দিবস পালিত

কুমিল্লায় নিহত সাংবাদিক পরিবারের প্রতি সমবেদনা জানাতে সিপিবি নেতৃবৃন্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মাদক চোরাচালানী চক্রের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিনের বাড়িতে পরিবারের প্রতি সমবেদনা জানাতে সিপিবি নেতৃবৃন্দ।

কুমিল্লায় মাদক চোরাচালানী চক্রের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম’র পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার নিজ বাড়িতে গেলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় নেতার সাথে ১১ সদস্যের একটি দল।

সোমবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি রতন এবং কুমিল্লা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর নেতৃত্বে ওই ১১ সদস্যের দলটি ব্রাক্ষণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে সাংবাদক মহিউদ্দিনের বাড়িতে আসেন।

সিপিবি নেতৃবৃন্দ নিহত সাংবাদিক মহিউদ্দিনের পরিবারের খোঁজ খবর নেন এবং মামলার অগ্রগতী নিয়ে কথা বলেন। এ সময় নিহত সাংবাদিক মহিউদ্দিনের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশাররফ হোসেন সরকার গর্ব করে বলেন, আমার পুত্র শুধু একজন পেশাগত দায়িত্ব পালনে আপোষহীন সাংবাদিকই ছিলনা, সে মাদক চোরাকারবারীদের বিরুদ্ধেও একজন আপোষহীন কলমযোদ্ধা ছিল। মাদক চোরাকারবারীরা প্রতিবন্ধকতা দূর করতেই আমার পুত্রকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে। তিনি সিপিবি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি একজন যোগ্য পুত্রের গর্বিত পিতা। তা নাহলে আপনারা ঢাকা, কুমিল্লাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা আমার বাড়িতে আসতেন না।

মামলার বাদী ও নিহত মহিউদ্দিনের মা’ নাজমা বেগম ক্ষোভের সাথে বলেন, আমি পুত্র হারা হয়েছি শুধু মাদক চোরা কারবারীদের কারনেই নয়, বিজেপি তার চেয়ে আরো বেশী দায়ি। আমার পুত্র হত্যায় তাদেরও ইন্দন, কালক্ষেপন রয়েছে।

সিপিবি’র ১১ সদস্যের দলে যারা ছিলেন তাদের মধ্যে,- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল্লাহ আল ক্বাফি রতন, কুমিল্লা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সাবেক সভাপতি কমরেড আতিকুর রহমান বাশার, সিপিবি কেন্দ্রীয় কমিটির সংগঠক ও কুমিল্লা জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক কমরেড পরেশ কর, সিপিবি দেবীদ্বার উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ, বুড়িচং উপজেলা কমিটির সম্পাদক কমরেড গনেশ ভট্টাচার্য্য, সদস্য কমরেড আব্দুর রব, চান্দিনা উপজেলা কমিটির সদস্য কমরেড সহিদুল্লাহ, যুবইউনিয়ন কুমিল্লা জেলা সভাপতি একেএম মিজানুর রহমান কাউছার, যুব ইউনিয়ন দেবীদ্বার উপজেলা সভাপতি রঞ্জন সাহা, সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম।

উল্লেখ্য গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হাদ্রাবাদ সীমান্তে মাদক চোরাকারবারীদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম (২৮)নিহত হন।

মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং উপজেলার শষিদল বাজারে সিপিবির প্রতিবাদ সভা ও হায়দ্রাবাদ সীমান্ত পর্যন্ত শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে। সিপিবি’র জেলা কমিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় ৪০ কোটি টাকা ব্যয়ে হচ্ছে আধুনিক ডিসি পার্ক’দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে বন্ধুর হাতে বন্ধু খুণকুমিল্লা নগরীর তেল ওজনে কম দেওয়ায় দুই পেট্রোল পাম্প সিলগালাবাংলাদেশের ব্রি ধান- ১০২ এর সর্ববৃহৎ মাঠ দেবীদ্বারেকুমিল্লায় মাটি খুঁড়তেই বেরিয়ে উ লাল ইটের প্রাচীন দেয়ালহানাত আব্দুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিলবুড়িচং প্রেসক্লাবের আয়োজনে ইউএনও’কে বিদায়ী সংবর্ধনাসাংবাদিককে দাবিয়ে রাখলে গণতন্ত্র উন্নয়ন বাধাগ্রস্থ হবে- গণ মাধ্যম দিবসে বক্তারা২ রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় চৌদ্দগ্রামে ইউপি চেয়ারম্যান বরখাস্তকুমিল্লায় মহান মে দিবস পালিত