দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ‘বিদেশ ফাউন্ডেশন’র অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বন্ধু দবীদ্বারে উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে‘বন্ধু উন্নয়ন সংস্থা’র প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল- ১০ কেজি, ছোলা-২ কেজি, মসুর ডাল-২ কেজি,আলু-৩ কেজি, চিনি-১ কেজি,সেমাই ২ প্যাকেট, গুড়া দুধ ২ প্যাকেট, কিসমিস ২ প্যাকেট, তৈল ১ লিটার ও লবন ১ কেজি ।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে‘বন্ধু উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক এম,এ,ওয়াদুদ’র সভাপতিত্বে এবং আবুল হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল,মোহাম্মদপুর নূরানী-হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক ফরহাদ,বন্ধু উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক মো.গোলাম মোস্তফা প্রমূখ।