আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় অসহায়, ছিন্নমূল, ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি এবং ঘর হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা প্রশাসন। মুজিববর্ষে‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, দেশের সকল ভুমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। হোমনা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উৎসবমূখর পরিবেশে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫৭ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের যাবতীয় দলিলসমূহ হস্তান্তর করা হবে। মোট ২১৮ জন জমি ও গৃহতীনের মধ্যে ইতোপূর্বে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলায় মোট ১২৮ টি পাকা ঘর ও জমির দলিলসমূহ হস্তান্তর করা হয়েছে। এ সময় সাংবাদিকদের
বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির।