1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার স্বামীকে খাওয়ালেন ঘুমের ঔষধ পাশে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেবীদ্বার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কুমিল্লা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা অবরোধ দেবীদ্বারে বিএনপির রেজভী গ্রুপের বিক্ষোভ দেবীদ্বারে জঙ্গল থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছে কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, সম্পাদক আতিক দেবীদ্বার অক্সফোর্ড স্কুলের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের মাঝে সংবর্ধণা এলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়, কমেছে পাসের হার ও জিপিএ-৫ কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

ইমরান খানের জানাজায় মানুষের ঢল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের জ্যেষ্ঠ পুত্র কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার কুমিল্লা শহরের ঠাকুরপাড়াস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘুমের মধ্যেই মারা যান তিনি। পরে কুমিল্লা মুন হসপিটালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। তিনি ২ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার রাত ৯টায় কুমিল্লা টাউনল মাঠে ইমরান খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে কুমিল্লার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নানা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। জানাজার পূর্বেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টাউন হল মাঠ। সেখানে জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে জানাজায় অংশগ্রহণ করেন মুসল্লিরা।
জানাজায় অংশগ্রহণ করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব মোঃ ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন, আলহাজ্ব ইলিয়াস মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম শিকদার,জেলা আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীনুল ইসলাম শাহীন, ইমরান খানের বন্ধু কণ্ঠশিল্পী আসিফ আকবর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সজিব হাজী জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, জেলা শ্রমিক লীগের সভাপতি মনির হোসেন ঝান্টু, আওয়ামী লীগ নেতা জিএস জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার, ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নূর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান মিঠু, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়সহ কুমিল্লার নানা শ্রেণি পেশার কয়েক সহস্রাধিক মানুষ।
জানাজার পূর্বে সকলের উদ্দেশ্যে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন ইমরান খানের ভাই ডা. আজম খান নোমান। এসময় তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করেন। জানাজায় ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ ইব্রাহিম।
জানাজা শুরুর এক ঘন্টা পূর্বে মাসুদ পারভেজ খান ইমরানের মরদেহ একটি লাশবাহী এ্যাম্বুলেন্সে করে টাউন মাঠে নিয়ে আসা হয়। এসময় অন্যান্যদের সাথে ইমরান খানের বোন সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাও আসেন। পরে তিনি টাউন হল প্রাঙ্গণের একপাশে অবস্থান নেন।
জানাজার পর ইমরান খানের মরদেহে বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা আফজল খানের কবরের পাশে তাকে দাফন করা হয়।
রাজনৈতিক পরিবারের সন্তান মাসুদ পারভেজ খান ইমরান রাজনীতি ছাড়াও নানা সংগঠনের সাথে জড়িত ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক ছাড়াও তিনি কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি, এফবিসিসিআই পরিচালক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।
এদিকে মাসুদ পারভেজ খান ইমরানের মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আফতাব উল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার স্বামীকে খাওয়ালেন ঘুমের ঔষধ পাশে স্ত্রীর রক্তাক্ত মরদেহদেবীদ্বার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশকুমিল্লা-সিলেট মহাসড়ক ২ ঘন্টা অবরোধ দেবীদ্বারে বিএনপির রেজভী গ্রুপের বিক্ষোভদেবীদ্বারে জঙ্গল থেকে উদ্ধার নারীর লাশের পরিচয় মিলেছেকুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, সম্পাদক আতিকদেবীদ্বার অক্সফোর্ড স্কুলের জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্র- ছাত্রীদের মাঝে সংবর্ধণাএলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি হলেন বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সীকুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যাকুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিতে ফল বিপর্যয়, কমেছে পাসের হার ও জিপিএ-৫কুমিল্লায় এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা