1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ মে ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

হোমনায় বিয়ের দিনে পুকুরের পানিতে ডুবে বরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

আইয়ুব আলী হোমনা কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় বিয়ের দিনে পুকুরের পানিতে ডুবে বরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.সাইফুল ইসলাম। তিনি ঘটনার সততা নিশ্চিত করে বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে ।
স্থানীয় সৃত্রে জানা যায় বিয়ের পিড়িতে বসার আগেই পুকুরে গোসল করতে গিয়ে রাজু মিয়া নামে এক যুবুকের মৃত্যু হয়। রবিবার দুপুরে উপজেলার ঘারমোড়া ইউনিয়নে বড় ঘারমোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।সে একই গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে।
নিহত রাজু মিয়ার উপজেলার শ্রীপুর গ্রামে জনৈক এক মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছিল। বিয়ের সব আয়োজন সম্পন্ন ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার আর বিয়ে করা হলো না ।
নিহত রাজু মিয়ার চাচা কবির হোসেন জানান,রাজু বিয়ে করার জন্য গত বৃহস্পতিবার বাড়িতে আসে। রবিবার দুপুরে বরযাত্রী যাওয়ার জন্য দুলা ভাইয়ের ্সাথে পুকুরে গোসল করতে যায়। কিন্তু সাঁতার কাটতে না পারায় হঠাৎ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হোমনা সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে লাফ দিয়ে সাতার কাটতে গিয়ে বুকে চাপ লেগে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ আব্দুস সালাম সিকদার বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০