শফিউল আলম রাজীব,দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি//
দেবীদ্বার উপজেলাধীন ১৫নং বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বরকামতা ইউনিয়ন পরিষদে মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, হোসাইন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন খান সবুজ, ইমরান আরেফিন ইমু,গাজী আসিফ বিন লতিফ, আল আমিন, ও দিদারুল আলম ফয়েজসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন বরকামতা ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে মোঃ আল-আমিন’কে সভাপতি, মাজাহারুল ইসলাম সৈকত’কে সাধারণ সম্পাদক, মিজানুর রহমান ও প্রিতম রায় চৌধুরীকে সহ-সভাপতি, ইমরান হোসেন বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রিয়াদ ও মোঃ এনামুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্যোর আংশিক কমিটি ঘোষনা করেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আল-আমিন জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরকামতা ইউনিয়নের সভাপতির যে দায়িত্ব আমাকে অর্পণ করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বাধীনতা বিরোধীদের হঠাতে আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ছাত্রলীগের নির্দেশনা মেনে কাজ করে যাব এবং বড়কামতা ইউনিয়ন ছাত্রলীগকে সুসংগঠিত করে কাজ করবো।