নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকা হতে ৮৯ বোতল বিদেশী মদ ও ২৩ ক্যান বিয়ারসহ একজন ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩ জানুয়ারী ভোরে কুমিল্লা সদরের পাঁচথুবী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া ভারতীয় মাদক ব্যবসায়ী হলেন ভারতের ত্রিপুরা বক্সনগর সিপাহীজলা জেলার সুনামুড়া থানার কুলুবাড়ী গ্রামের আব্দুল মালেক এর ছেলে কবির হোসেন (৩৬)।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।