আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে তানভীর আহমেদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স ১ বছর ৩ মাস। আজ বৃহস্পতিবার ১১ টার দিকে রামকৃষ্ণপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। সে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ছোটন আহমেদ এর ছেলে।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে
জানা যায়, তানভীর সকাল ১১ টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলা করছিলেন। হঠাৎ খেলা করতে
গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোজাখুজির পর তানভীরের মা পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তারেক জামিল বাছেদ বলেন,শিশুটি হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।