হোমনা কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা হোমনা উপজেলারমহিষমারীতে মঙ্গলবার সন্ধ্যায় ইমাম আবূ হানিফা (রহ) সুন্নীয়া মাদ্রাসায় জার্মান প্রবাসীদের নগদ ৪০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।
মহিষমারী যুব সমাজের পক্ষে ওইঅনুদানের টাকা গ্রহণ করেন মু.ওসমান গনি মোল্লা,ইঞ্জিনিয়ার আরিফুর রহমান,শানান খন্দকার,মো.আরিফ ও বসির কাজী। জার্মান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মোহাম্মদ শাহআলম ও মহিষমারী গ্রামের স্বপন ভূইয়া তারা সব সময় ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়মিত আর্থিক সহযোগীতা অনুদান দিয়ে আসছেন বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। এছাড়াও জার্মানিতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনে তাদের সম্পৃক্ততা সবসময়ই থাকে।এ সময় মহিষমারী সূফী দরবারের বর্তমান পীর খন্দকার মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী মা:শাহ আলম ও স্বপন ভূইয়ার সহ অত্র মাদ্রাসার সকল দানকারীদের জন্য বিশেষ দোয়া করেন।