নিজস্ব প্রতিবেদক
প্রথম বারের মত, কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনে বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমিল্লার ঘটনার কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন।
শনিবার(৩০ জুলাই) বেলা তিনটায় দীর্ঘ ৮ বছর পর কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সভাপতি পদে মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক, সাইয়েদ মাহমুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির জীবন নির্বাচিত হন।
নির্বাচনে ৫৬ জন ভোটারের মধ্যে ৫৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তারমধ্য ১টি ভোট বাতিল বলে গন্য হয়।
নেকবর হোসেন বলেন, সর্বপরি, চির কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, যিনি কুমিল্লা সকল সংগঠনের অভিভাবক, যার নির্দেশনায় কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন অবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে, কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য কুমিল্লায় গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারকে, এছাড়াও তিনি কুমিল্লা প্রেসক্লাবের ২০২২ ইং নির্বাচিনে বিজয়ী সকল পদের প্রার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।