কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫দশমিক ৯%। জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা৩৫ মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ১৮ জুলাই বিকেল থেকে ১৯জুলাই বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৪৩হাজার ৫৩৯জনের করোনা শনাক্ত হয়েছে।আজকের করোনা আক্রান্ত কুমিল্লা সিটিকর্পোরেশন ০৮জন,ব্রাক্ষণপাড়া০১ জন,মেঘনা ০১ জন,লাকসাম ০৪ জন,লাঙ্গলকোট ০৪জন,মেঘনা ০১জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ২০জন।এনিয়ে মোট সুস্থ হলেন ৪১হাজার ৯৪৮জন হয়েছে।