নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের চৌয়ারা ইসলামিয়া ফাজিল মদরাসা কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। তবে ভেতরে একটি বুথে ভোটগ্রহণে ধীরগতি হচ্ছে। ফলে ওই বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৮৭টি।
বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রের সাত নম্বর বুথে এমন ধীরগতি হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও ভোট দিতে না পেরে বিপাকে পড়েছেন ভোটাররা।
খালেদা আক্তার নামে এক নারী জানান, তিনি পৌনে ৮টায় লাইনে দাঁড়িয়েছেন। দুপুর হলেও ভোট দিতে পারেননি। এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, নারীদের অজ্ঞতার কারণে এবং অনেকের আঙুলের চাপ না মেলায় কিছুটা ধীরগতি হচ্ছে। চেষ্টা করছি দ্রুত ভোট গ্রহণের।