শফিউল আলম রাজীব দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভানী ইউপি নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুত নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
আজ সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। এ উপলক্ষে গত কাল সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচন সুষ্ঠু করতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী।
১২ নং খাদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের
প্রিজাইটিং অফিসার মোঃ হাবিবুর রহমান জানান এই কেন্দ্রে মোট ২১৭৭ ভোটের মধ্যে মহিলা ভোটার ১১ শ ২৬ জন বাকীরা হলো পুরুষ ভোটার সকাল ১১ টায় পর্যন্ত প্রায় ৩ থেকে ৪ শ ভোট সংগ্রহ করা হয়েছে। সরেজমিনে ঘুরে পুলিশ কর্মকর্তার সাথে কথা বললে তারা জানায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে, ভোটারদের সাথে কথা বলে জানা যায় ভোটারা স্বাধীন ভাবে তারা তাদের ভোট প্রয়োগ করছে।
দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর বলেন, নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুত রয়েছে।
নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ১৩১জন পুলিশ ও ৫৪ জন আনসার সদস্য নিয়োজিত আছেন। এর মধ্যে ৯টি চেকপোস্ট, ৫টি মোবাইল টিম রয়েছে। এছাড়াও ২ প্লাটুন বিজিবি, ১টি র্যাব টিম, ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম বলেন, আমরা সুষ্ঠু ভোট করার জন্য বদ্ধপরিকর। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও নির্বাচনী এলাকায় প্রবেশপথসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১১জন, মেম্বার পদে ৪১জন এবং সংরক্ষিত নারী আসনে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার (১৫ জুন) দেবীদ্বার ভানী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮শত ৩৪ জন। তাদের মধ্যে নারী ১০হাজার ৯৫ জন এবং পুরুষ ১০হাজার ৭শত ৩৯জন।
উল্লেখ্য, গত ৭ফেব্রোয়ারী অনুষ্ঠিতব্য ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনের আগের রাতে ভানী ইউপির নৌকা প্রতিকের প্রার্থীর মৃত্যুতে ওই এলাকার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ওই স্থগিত হওয়া ইউপিতে আজ ভোট গ্রহণ গ্রহণ চলছে।