কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরশন নির্বাচনে শুক্রবার (৩ জুন) ৮ম দিনে ভোর থেকে প্রচার-প্রচারণা শুরু করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
শুক্রবার (৩ জুন) সকালে নগরীর কান্দিরপাড় এলাকায় গণসংযোগের মধ্যদিয়ে ৮ম দিনের প্রচারণা শুরু করেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।
সকাল ১০ টায় সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু ২০ নম্বর ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় গণসংযোগ করেন। সাক্কু উনাইসারের গনসংযোগের সময় এ কথা বলেন,মনিরুল হক সাক্কু প্রশ্ন করে বলেছেন-রিফাত হো আর ইউ? উনি কি জজ? গায়ের জোর বেশি থাকলে স্টেডিয়ামে আসুক। আসেন কোথায় মারপিঠ করবেন, ঘোষণা দিয়ে আসেন। সীমা মনোনয়ন পেলে রিফাত তো আমার পিছি থাকতো।আরেক স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার সকাল ৯ টায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ রোড থেকে প্রচারণা শুরু করে। তিনি থিরা পুকুর পাড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে আবারও জনসংযোগ করেন।
এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক করছেন।এতে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন।