1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

দাউদকান্দিতে হেপাটাইটিস ‘বি’র পরীক্ষায় যুবকের রিপোর্ট হলো- অন্তঃসত্ত্বা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বিদেশ যাওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস ‘বি’র পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়েছিলেন দাউদকান্দি উপজেলার বাসিন্দা মো.সবুজ মিয়া (২৫)। তবে নমুনা পরীক্ষা ফলাফলের প্রতিবেদনে যা এসেছে, তা নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি অন্তঃসত্ত্বা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ মার্চ তাঁকে এ প্রতিবেদন দেওয়া হয়।

সবুজ মিয়া বলেন, “লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এর অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস’ বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন। ৩ মার্চ পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ফলাফলের প্রতিবেদনে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা’। এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।

শনিবার দুপুরে ভুক্তভোগী সবুজ মিয়া জানান,” আমি এতে বিস্মিত হয়েছি। কর্তৃপক্ষ রিপোর্ট সংশোধন করে দিবে বলেও জানালে তারা টালবাহানা করছে।
প্রতিবেদনে সই করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন জানান,” প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.তৌহিদ আল হাসান বলেন,” হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০