কুমিল্লার দেবীদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে এ ঘটনা ঘটে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে । মাটি খুঁড়ে চুলা তৈরির সময় পলিথিনে মোড়ানো এসব গুলি পাওয়া যায়।
যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্বপাড়ার মো. রশীদুল ইসলামের বসতঘরের সামনে রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরির জন্য মাটি খুঁড়লে একটি সাদা পলিথিনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি দেবীদ্বার সেনা ক্যাম্পে জানান। খবর পেয়ে দেবীদ্বার সেনা ক্যাম্প ও দেবীদ্বার থানা পুলিশ বিকাল ৩টায় ঘটনাস্থল ছুটে গিয়ে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যৌথবাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, উদ্ধারকৃত গুলিগুলো নষ্ট এবং এগুলো মেশিনগানের হতে পারে। এ ব্যাপারে দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।