দুর্নীতির অভিযোগে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক এবং হাই স্পিড গ্রুপ অব কোম্পানিজের মালিক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
সংস্থার মহাপরিচালক মো. আক্তার হোসেন মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান
তিনি বলেন,“আজাদ ও মাসুদের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।”
এই অভিযোগের অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে আজাদ ও মাসুদের বিরুদ্ধে ‘বেশ কিছু তথ্য-প্রমাণ’ মিলেছে। সে কারণে কমিশন বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। আবুল কালাম আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।