কুমিল্লার দেবীদ্বারে টাকা লেনদেনের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে সফিউল্লাহ (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করেছে তারই ঘনিষ্ঠ বন্ধু রাসেল (৩৫) নামে এক অটো রিকসার গেরেজ মেকানিক। এ ঘটনায় গত ৭ মে ( বুধবার) সকালে নিহত সফিউল্লাহর
স্ত্রী তাছলিমা বেগম বাদী হয়ে হত্যার অভিযোগে রাসেল ও তার পিতা কেরামত আলীকে আসামী করে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আসামীদের ধরতে দেবীদ্বার থানা পুলিশ পুলিশের অভিযান অব্যাহত থাকে, অবশেষে কুমিল্লা জেলা রেব ১১ এর অভিয়ানে শনিবার রাতে পটুয়াখালী জেলার বাউফল থানার নগরের হাট এলাকায় অবস্থানকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামী রাসেল কে গ্রেফতার করা হয়। রেব ও পুলিশের প্রাথমিক জিগাসাবাদে রাসেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
( ১৮ মে) রোববার বিকাল সাড়ে ৫ টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলার রেব ১১, সিপিসি-২ এর কমান্ডার মাহমুদুল হাসান। তিনি জানান তথ্যে প্রযুক্তির সহায়তা পটুয়াখালী জেলার বাউফল এলাকা থেকে আাসামীকে গ্রেফতার করে দেবীদ্বার থানা পুলিশের নিকট প্রেরন করা হয়।
এ দিকে দেবীদ্বার থানা ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান,হত্যা মামলার প্রধান আসামী রাসেলকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে রেব। তিনি আদালতে হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিয়েছেন।
এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে গত (৬ মে) মঙ্গলবার বেলা ২ টায় কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের ঘাতক রাসেলের অটো রিকসা গেরেজে। নিহত সফিউল্লাহ (৪৫) উপজেলার ভানী ইউনিয়নের ভানী গ্রামের কেরুর বাড়ির মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের পুত্র। অপরদিকে হত্যাকারী ঘাতক রাসেল (৩৫) ত্রিবিদ্যা গ্রামের আন্দিরপাড়ারের কেরামত আলীর পুত্র।