আইয়ুব আলী,হোমনা
সারা দেশের ন্যায় কুমিল্লার হোমনায় বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে বৃহস্পতিবার কলেজ,মাদ্রাসা,মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্নাঢ্য রালী শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক:শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। উপজলা মাধমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র এডভোকেট মো.নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার,ওসি জয়নাল আবেদীন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম,প্রভাষক ইকবাল হোসেন, প্রধান শিক্ষক আমেনা বেগম ও মো. হুমায়ুন কবির,হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও থানা প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম। জানা গেছে, উপজেলার প্রতিটি কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দিবসটি পালন করেন।