আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনার তিতাস নদী ভরাট করার চেষ্টা করার দায়ে মাসুদ ভুইয়া নামে এক ব্যক্তিকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলার ৪ নং চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
এ বিষয়ে তিনি বলেন, নদীতে বাধ দিয়ে নদী ভরাট করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। বাধ দিয়ে নদী দখল এর তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মোহাম্মদ মাসুদ ভুইয়া স্বীকার করেন তিনি সহ আরো কয়েক জন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাধ দিয়েছেন।নদী দখলের অপরাধ স্বীকার করায় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ৬(ঙ) ধারা লংঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাধের মাটি অপসারণের জন্য তাকে ৫ দিনের সময় বেধে দেয়া হয়।
এ সময় চান্দেরচর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আমান উল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।