দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে হত্যাকান্ডের আসামী গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৯শে মে শুক্রবার বিকাল ৪ঘটিকার সময় উপজেলার রায়পুর-আসমানিয়া সড়কে আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে গ্রামবাসি। গত ২০ এপ্রিল রাতে খোশকান্দি গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রেজাউল নামে ২৮বছরের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা কান্ডের ঘটনায় তাহার ছোট ভাই ইউসুফ হাসান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় ১৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যায় জড়িতদের ২জন নারী আসামী ব্যতীত কাউকেই গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুব্ধ হয়ে অত্র গ্রামের বাসিন্দারা মানববন্ধন করে বাকী আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানায়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী ১হাজার নারী পুরুষ উপস্থিত হয়।মানববন্ধন শেষে রায়পুর আসমানিয়া আঞ্চলিক সড়কটি অবরোধ করে মানববন্ধনকারীরা। কিছুক্ষণ পর মানববন্ধন ও অবরোধ তুলে নেয় মানববন্ধনকারীরা।