দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেজর (অবঃ) মোহাম্মদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ মে)সকাল ১১টার সময় গৌরীপুর ঈদ গা মাঠে দাউদকান্দি উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ ট্রেজারার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর সভার প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দীন রকিব গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওয়াদুদ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ,জানে আলম রাসেল, শিক্ষক নেতা কামরুল ইসলাম, শিক্ষক নেতৃবৃন্দসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।