মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসে পৃথক দুটি অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে তিতাস থানা পুলিশ। আটককৃতরা হলো হোমনা উপজেলার মির্জানগর গ্রামের মালেক মিয়ার ছেলে নাছির উদ্দিন (৩৫) ও তিতাস উপজেলার গোপালপুর গ্রামের মিন্নত আলীর ছেলে ইকরাম হোসেন(২২)।
তিতাস থানার উপপরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাছিমপুর এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিনকে আটক করে এবং একই উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে চেঙ্গাতলী ব্রীজের ঢাল থেকে ইকরাম হোসেনকে ২০০পিস ইয়াবাসহ আটক করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।