দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা (গৌরীপুর) স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি রোগীদের রান্না করা খাবার দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন।
২২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় নিজস্ব উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি রোগীদের রান্না করা খাবার তাদের হাতে তুলে দেন,পরে তিনি হাসপাতালের চিকিৎসা সেবার মান কি রকম এই বিষয়ে রোগীদের কাছে জানতে চান। খাবার বিতরণকালে দেশ সেরা উপজেলা পরিষদের চেয়ারম্যান রোগীদেরকে ঈদের শুভেচ্ছা জানান এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
এসময় সঙ্গে ছিলেন — উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তোহিদ আল হাসান, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নোমান মিয়া, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব,উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহামুদুর হাসান বাবু,উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জানে আলম রাসেন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ আরও অনেকে।