দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বলদাখাল এলাকা থেকে ফেনসিডিলসহ মোঃ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার বিকালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল বাসস্ট্যান্ডে সন্দেহজনক এক ব্যক্তির ব্যাগ তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তি মো:জাহাঙ্গীর আলম (৩৮) সুনামগঞ্জ জেলার সদর থানার মঙ্গলকাটা গ্রামের
মৃত আ: আজিজ মিয়ার ছেলে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাহাঙ্গীর আলম জানান,এঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে দায়ের করা হয়েছে।