আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনায় ট্রেড লাইসেন্স ও পশুখাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার ঘারমোড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ হাসান। অভিযানে ইসমাইলের চালের আড়ৎ ও খাদ্য ভাণ্ডারের মালিককে এ জরিমানা করা হয়।
এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের এসআই ইকবাল মনির। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান বলেন, মূল্যতালিকা প্রদর্শনসহ মাংসের মান নিয়ন্ত্রণের অন্যান্য বিষয়ে মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।