নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি কেডিসি গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন মো. ফারুক হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী।
শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. আরিফ জানান, কুমিল্লা দাউদকান্দি কেডিসি গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার শতানন্দি গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।