কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা করা হয়েছে।
রবিবার ১১ ডিসেম্বর সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেনারেল হাসপাতালের আয়োজনে কুমিল্লা সিভিল সার্জন ডা মীর মোবারক হোসাইন সভাপতিত্বে ধদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর( ৬) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: শামীম আলম,অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহাদাত হোসেন, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, বিএমএ এর ও স্বাচিব এর সভাপতি ডা: বাকি আনিছ, স্বাচিব এর সাধারণ সম্পাদক ডা:মোর্শেদুল আলম,ডাঃআব্দুল করিম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবীবুর আল আমিন সাদী, কুমিল্লা জেলার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক ও সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামসহ কুমিল্লা সদর হাসপাতালের অন্যান্য সকল ডাক্তারবৃন্দরা।
উক্ত সময়ে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।