নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল হক সাক্কুকে দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। এখন থেকে দলের নেতা কর্মীদের তাঁর সঙ্গে কোন ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন সাক্কু। গত ১৭ মে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এর আগে থেকেই সাক্কু দল থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছিলেন। আগামী ২৬ মে প্রতীক বরাদ্দের পর বিএনপির কাছে অব্যাহতি পত্র জমা দেওয়ার কথা ছিল তার। তবে তাঁর আগেই দল থেকে তাকে বহিষ্কার করা হলো।