এ আর আহমেদ হোসাইন
কুমিল্লার দেবীদ্বারে উপজেলা ও পৌরসভা ‘ জিয়া মঞ্চ ‘ এর নবগঠিত কমিটি ঘোষণা এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় পৌরসভার গুনাইঘর সাবেক এমপি ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর বাসভবন অডিটরিয়ামে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
জিয়া মঞ্চ দেবীদ্বার উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক মহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মূন্সী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন।
জিয়া মঞ্চ দেবীদ্বার উপজেলা নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম, জিয়া মঞ্চ কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক মোঃ আরিফুর রহমান, সদস্য সচিব মোঃ রাশেদ, কুমিল্লা মহানগর আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন, সদস্য সচিব সৈয়দ ফজলে রাব্বী (রাজীব), জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক মোঃ সাদেক হোসেন। জিয়া মঞ্চ কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ শাহআলম বেগ, মোসাঃ ইতি আক্তার, মোঃ শাহজাহান, মোঃ আজাদ মিয়া, মোঃ রুবেল, আল-আমিন বাহার, জিয়া মঞ্চ দেবীদ্বার থানা সদস্য সচিব মোঃ আব্দুল কাদের, পৌর আহ্বায়ক মোঃ আবু সাঈদ মোল্লা।
জিয়া মঞ্চ দেবীদ্বার উপজেলা নবগঠিত কমিটিতে মহসিন চৌধুরী আহ্বায়ক এবং আব্দুল কাদের কে সদস্য সচিব করে ৪৯ সদস্যর কমিটি ঘোষণা করা হয়। পৌরসভা কমিটিতে আবু সাঈদ মোল্লাকে আহ্বায়ক ও কাউছার উল্লাহ্ কে সদস্য সচিব করে ৫১ সদস্যদের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও চট্রগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত মোঃ আনোয়ার হোসেন।