কুমিল্লার দেবীদ্বারে ফুল কুড়াতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ষষ্ঠ শ্রেণীর শির্ক্ষাথী সানজিদা আক্তার(১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) বিকালে।
নিহত সানজিদা আক্তার উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের গোমতী নদীর পাড় শিবনগর গ্রামের কলিমুদ্দিন সরকার বাড়ির সিএনজি চালক সোহাগ মিয়ার কণ্যা। সানজিদা দেবীদ্বার ইসলামিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী এবং এক ভাই ও পাঁচ বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
শুক্রবার সন্ধ্যার পর সরেজমিনে গিয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, সানজিদা দুপুর ১২টা থেকে নিখোঁজ ছিল, পুরো এলাকার মানুষ তাকে খুঁজে পায়নি। গোমতী নদীতেও খোঁজা হয়েছে।
বিকেলে পাশের ভবন মালিক আব্দুল বারেকের স্ত্রী মোরশেদা বেগম সন্ধ্যার একটু আগে ছাদ থেকে কাপড় আনতে গিয়ে দেখেন সানজিদা পাশের আবুল কালামের ভবনের ছাদে বৈদ্যুতিক তার ধরে বসে আছে। খবর পেয়ে তার বাবা ছাদ থেকে মৃত অবস্থায় কণ্যার লাশ নামিয়ে আনেন।
সানজিদার বাবা সোহাগ মিয়া জানান, আমি দৌড়ে ছাদে উঠে দেখি আমার মেয়ে এক হাতে বৈদুতিক তার ধরে আছে, অপর হাতে মুষ্ঠিবদ্ধ ছাদ বাগানের ফুল। আমি আমার গায়ের গেঞ্জী খুলে ওই গেঞ্জী দিয়ে তাকে টেনে আনি। ঘটনায় নিহতের বাড়িতে শোকের মাতম বইছে।