দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
দেবীদ্বার পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী প্রবীণ সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশারের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে দেবীদ্বার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ গ্রাম ভূষনা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বাশার। প্রচারণায় নিজে উপস্থিত থেকে ভোটারদের কাছে দোয়া ও ভোট চান সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার।
এসময় তার জন্মস্থান ভূষনা গ্রামের সকল বয়োজ্যেষ্ঠরাসহ সঙ্গে ছিলেন নবীণ প্রবীণরা। গ্রামের বয়োজ্যেষ্ঠদের ডাকা ভূষনা কাজী মার্কেটে ঐক্য সভায় বাশার বলেন,আমি আপনাদের নিয়ে ভোটারদের ঘরে ঘরে যেতে চাই। ভোটের আগে যেভাবে দেবীদ্বারবাসী আমাকে পেতো,আমি বিজয়ী হলে এর কোনো পরিবর্তন হবে না। আমি বিজয়ী হলে দেবীদ্বার পৌরসভাকে সুন্দর ও সচল হিসেবে গড়ে তুলবো। তিনি বলেন,সুন্দর, আধুনিক দেবীদ্বার পৌরসভা গড়তে হলে আপনাদের সৎ ও যোগ্য লোককে বিজয়ী করতে হবে। সৎ ও যোগ্যরা বিজয় হলেই কেবল পৌরবাসীকে সুন্দর দেবীদ্বার উপহার দেয়া সম্ভব। এজন্য পৌরবাসির দোয়া ও সহযোগীতা চাই ও পৌরবাসীকে পাশে চাই।