1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১২ মে ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

৩নং ওয়ার্ডের হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাবেদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৪৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা থেকে:

কুমিল্লা সিটি কর্পোরেশন ৩নং ওয়ার্ড এলাকার হলো
কালিয়াজুরী মৌজা,রেইসকোর্স/পুলিশ লাইন,শাসনগাছা মৌজা(আংশিক) ও ছোটরা মৌজা(আংশিক),উত্তরে ভাটপাড়া রাস্তা ও ভাটপাড়া মৌজার সীমানা,পূর্বে শহীদ সামছুল হক রোড ও কালিয়াজুরী রোড এবং বিষ্ণুপুর মৌজার সীমানা,দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোড,পশ্চিমে ধানমণ্ডি রোড হয়ে শাসনগাছা ডাক বাংলো রোড এলাকায় সরকার মাহমুদ জাবেদ একজন সমাজ সেবক ও রাজনীতিবিদ। কুমিল্লার রাজনীতির মাঠ থেকে বেড়ে উঠা ও পোড় খাওয়া রাজনীতিবিদ। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। রাজনীতিবিদ পরিচয়ের সাথে তাঁর আরেকটি পরিচয় সেটি হচ্ছে তিনি কুমিল্লা সিটি কর্পোরেশনের তিন নং ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ দায়িত্ব পালন করার সময় জনগণ সকল
সুযোগ-সুবিধা ভোগ করছেন।
এই ওয়ার্ডের ভোটার সংখ্যা প্রায় সাড়ে ১৬ হাজার। প্রথমবার নির্বাচিত হয়ে ভোটারদের আস্থা অর্জন করেছিলেন। নির্বাচনী এলাকার বেহাল চিত্র পাল্টে দিয়েছিলেন। দ্বিতীয়বার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করেছেন পরিপূর্ণ।বিশেষ করে রেইসকোর্স,উত্তর রেইসকোর্স, ধানমন্ডি ও কালীয়াজুরী এলাকার এমন উন্নয়ন হবে এলাকার কেউ কোনদিন চিন্তাও করেননি। অন্যান্য ওয়ার্ডের উন্নয়নের তুলনায় তিন নং ওয়ার্ডে ঈর্শ্বনীয়। নতুন নতুন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের ফলে এলাকার জলাবদ্ধা অনেকটা দূর হয়েছে। ডিসি রোড থেকে রেইসকোর্স বাকা ব্রিজ হয়ে কাঠেরপুল সড়কটি হয়েছে অত্যান্ত দৃষ্টিনন্দন ও প্রশস্ত। পাশাপাশি এলাকার ছিনতাই চাঁদাবাজি বন্ধে তাঁর উদ্যোগ ছিল প্রশংসনীয়। রাষ্ট্রীয় প্রদেয় সকল ভাতা ও সুযোগ সুবিধা সুষ্ঠুভাবে বন্টন করেছেন। নাগরিকদের সেবা প্রদানের জন্য চালু রেখেছিলেন দুইটি অফিস। নিরবচ্ছিন্ন সেবা দিয়ে তিনি আস্থা অর্জনে এবার সমর্থন হয়েছেন তারপরেও বিশাল কর্মযজ্ঞের মধ্যদিয়ে ৩নং ওয়ার্ডে যথেষ্ট উন্নয়ন সাধন করা হয়েছে বলে দাবী করছেন হেভিওয়েট কাউন্সিলর প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান সরকার মাহমুদ জাবেদ। তিনি আবারো কাউন্সিলর পদের প্রার্থী হিসেবে মাঠে আছেন। তার পাশাপাশি দলের সমর্থন নিয়ে লাটিম মার্কায় নির্বাচনে অংশ গ্রহন করেছেন । ৩নং ওয়ার্ডের অন্যতম জনপ্রিয় লাটিম মার্কায় কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাবেদ। এ ক্ষেত্রে কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ পুরো দমে মাঠে আছেন নির্বাচনের শেষ অব্দি।
এদিকে সরকার মাহমুদ জাবেদ বেড়ে উঠেছেন এই জনপদে। কুমিল্লা শহরের রেইসকোর্স এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সরকার মাহমুদ জাবেদ। কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি,প্রাক্তন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন পিতা মরহুম সরকার আব্দুর রউফ(এডভোকেট)। ৩ ভাই ৩ বোনের মধ্যে সরকার মাহমুদ জাবেদ পিতা মাতার চতুর্থ সন্তান।
সরকার মাহমুদ জাবেদ বলেন, করোনা কালে জনগণকে নিজ অর্থায়নে সাহায্য সহযোগিতা করছেন। তিনি অক্সিজেন সরবরাহ করা আর ব্লাড ডোনেশনের মতো অনেক জনহিতকর কাজ করে মানুষের কাছে সমাদৃত হয়ে আছেন। তিনি কাউন্সিলর হিসেবে নি:স্বার্থভাবে সামাজিক উন্নয়নে কাজ করেছেন।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এলাকায় সরজমিনে ঘুরে ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছেন তরুণ সমাজ সেবক লাটিম মার্কায় কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাবেদ।
এবার সিটি কর্পোরেশন ভোটারদের মধ্যে নতুন ভোটারদের বিশেষ স্থান দখল করেছেন লাটিম মার্কায় কাউন্সিলর প্রার্থী সরকার মাহমুদ জাবেদ। ভোটের জয়-পরাজয়ে নতুন ভোটারদের বিশাল ভূমিকা থাকবে । নতুন এ ভোটাদের শতকরা ৯৯ ভাগ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণদের বেশির ভাগই ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে তার,নির্বাচনী এলাকায় খোঁজখবর নিয়ে এমনটিই জানা গেছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের মনোনিত প্রার্থী হিসেবে সরকার মাহমুদ জাবেদ অন্যতম। তিনি ৩নং ওয়ার্ড এর বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করেছেন।লাটিম মার্কায় সরকার মাহমুদ জাবেদের প্রতি দল-মত-নির্বিশেষে অনেকেই উচ্ছ্বাসিত ও আগ্রহ দেখাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০