1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ১১ মে ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

হোমনায় ৪বছরের শিশু ধর্ষণের অভিযোগে ২দিন পর থানায় মামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১০৭৮ বার দেখা হয়েছে

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ৪বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২দিন পর থানায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে একমাত্র অভিযুক্ত কামাল হোসেন (২৫) পুলিশের তালিকায় পলাতক রয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে গত ২৮ মে শনিবার বিকালে।
অভিযুক্ত কামাল হোসেন ওই গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে ও থানায় তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
শিশুটির পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকালে বাড়ীর উঠুনে শিশুটি তার বন্ধুদের সাথে মারবেল খেলছিলো। এসময় লম্পট কামাল শিশুটিকে ফুসলিয়ে তার বাড়ির পাশে একটি জাম গাছের নিচে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির শোর-চিৎকারে তার পরিবার ঘটনাস্থলে যায় এবং অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ হাসপাতালে শিশুটিকে দেখতে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।
এদিকে ভিকটিমকে পূর্ণ চিকিৎসা না দিয়েই অজানা আতঙ্কে হাসপাতাল থেকে বাড়ীতে চলে যায় তার মা। এ নিয়ে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে মাহবুব আসলাম কাঞ্চন নামের স্থানীয় এক যুবক ঢাকা থেকে গ্রামে এসে ভিকটিমেরন পরিবারকে মানসিক ও আর্থিক সহায়তা দিয়ে থানায় পাঠায়। পরে রবিবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে হোমনা থানায় অভিযোগ দিলে সোমবার সকালে পুলিশ ভিকটিমকে মেডিকেল পরিক্ষা সম্পন্ন করে এবং থানায় মামলা রুজু করে।
এ বিষয়ে হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে হোমনা থানায় মামলা করেছেন। সোমবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পালাতক। তাকে ধরতে পুলিশী অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০