কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার হোমনা রেহেনা মজিদ মহিলা কলেজে বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
অত্র কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে বসন্ত বরণ ও গ্রামীণ পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের ম্যানেজিং কমটিরি সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা। প্রভাষক সুলতানা রাজিয়া আক্তারের সঞ্চালনায় এসিল্যান্ড ইউসুফ হাসান,কলেজের অধ্যক্ষ মো.মুজিবুর রহমান,ওসি মো.সাইফুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডা. শহীদুল্লাহ,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।