আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব পেল ৯৬ জন শিক্ষার্থী। উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ গঠনে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিজানুর রহমান,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান ও এটিএম মফিজুল ইসলাম শরীফ প্রমুখ।
পরে ১৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়।