আইয়ুব আলী,হোমনা
কুমিল্লার হোমনা উপজেলায় নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মো. তৈয়ব হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিলেন উপজেলার স্কুল,কলেজ ও মাদ্রাসার প্রধানগণ। গতকাল মঙ্গলবার ২২ নভেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তাঁকে এ বরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেনউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মো.রাশেদুল ইসলাম, রামকৃষ্ণপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরুল কায়েস,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.লুৎফর রহমান, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ কিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম,দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ ও হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুছ ছাত্তার ভূইয়া প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজ,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন।