কুমিল্লার হোমনায় গ্রামীন ব্যাংকের উচ্চ শিক্ষা ঋণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হোমনা শাখার আয়োজনে মঙ্গলবার শাখা মিলনায়তনে এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংক কুমিল্লার যোনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম। হোমনা এরিয়া ম্যানেজার(ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গ্রামীন ব্যাংক কুমিল্লার যোনাল অডিট অফিসার এসএম আশিকুর রহমান। হোমনা শাখার ম্যানেজার দীপক চন্দ্র মালাকার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঋণ গ্রহীতা আবদুল মান্নান সরকার, সাজু কুমার পোদ্দার, মো. আল সোহেল প্রমুখ।
জানা গেছে, হোমনায় এ পর্যন্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য ২০ জনকে এ ঋন দেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষার্থী সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা ঋন নিয়ে ৫ বছর পর্যন্ত কোনো সুদ দিতে হয় না। সর্বশেষ ঋন বিতরণের ১ মাস পর থেকে ৫ % সার্ভিস চার্জ নেওয়া হয় এবং ঋন বিতরণের ১ বছর পর থেকে কিস্তি আরম্ভ হয়। এছাড়াও গ্রামীন ব্যাংকের শিক্ষা ঋণসহ ১৫ ধরনের ঋণ কার্যক্রম চলমান রয়েছে।