আইয়ুব আলী, হোমনা
কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস করা হয়েছে। সমন্বিত জেলা কার্যালয় আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় শুক্রবার মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ,প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মারুফ, মো. নজরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জহিরুল ইসলাম ও মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এ
সময় উপস্থিত ছিলেন।