এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
কুমিল্লার হোমনার ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র প্রবীণ ৩ নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে ভাষানিয়া ইউনিয়নের কাজিরগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে ৫, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজন করেন।
এতে ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. শাহ জালাল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোমনা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাষানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবু নাছের ওয়াহেদ সম্পদ চেয়ারম্যান। উপজেলা বিএনপির নেতা মো. মহিউদ্দিন লিটনের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন, ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. গোলাম মাওলা, সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হেলাল উদ্দিন, নিহতের স্বজনদের পক্ষে মো. কাউসার আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ডাক্তার আবুল খায়ের, ভাষানিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, হাজ্বী আব্দুল হালিম প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক মো. মোজাম্মেল হক, ভাষানিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাবুল মিয়া, সচিব মো. জাকির, ইউনিয়ন বিএনপি নেতা মো. ইরন সরকার, মো. মনির হোসেন কন্টটাক্টর, ভাষানিয়া ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. শান্ত মোল্লা, সদস্য সচিব মো. জাকির হোসেন, বিএনপি নেতা মো. বাচ্চু মিয়া মেম্বার, কৃষ্ণপুর গ্রামের বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম, রঘুনাথপুর গ্রামের বিএনপি নেতা মো. নিয়ামুল বাশার দিপু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. নাছির উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ফারুক মুন্সি, ৫নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. ফজর আলী, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিরুল মেম্বার, ওমরাবাদ গ্রামের বিএনপি নেতা মো. শাহ জালাল মাস্টার, কাশিপুর গ্রামের বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম, শিবপুর গ্রামের যুবদল নেতা মো. আল আমিন, কাজিরগাঁও গ্রামের যুবদল নেতা আলা উদ্দিন মোল্লাসহ স্থানীয় শতাধিক গ্রামবাসী।
ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র সদস্য মরহুম হাজ্বী আব্দুস সালাম, ৮নং ওয়ার্ড পর্যায়ে সহসভাপতি মরহুম আব্দুল মালেক প্রধান ও ভাষানিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মরহুম মোহাসিন মিয়ার স্মরণে তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ এ দোয়া মাহফিল শেষে মোনাজাত দিয়ে তাবারক বিতরণ করা হয়।