এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় আগুনে পুড়ে নিঃস্ব পরিবারকে নগদ ৭০হাজার টাকা আর্থিক সহায়তা দিলেন দুবাই প্রবাসীরা। আজ ২৩ফেব্রুয়ারী বৃহস্পতুবার বেলা ১১টার দিকে ঘারমোড়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে এ সহায়তা তুলে দেন প্রবাসীদের প্রতিনিধিগণ।
জানা যায়, ফজুর কান্দি পশ্চিমপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সারা উদ্দিনের ঘরে গত ৯ ফেব্রুয়ারী রাত সাড়ে বারোটার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগ ঘটে। এতে বসতঘর-গোয়ালঘরসহ তিনটি ষাঁড়গরু এবং মুল্যবান আসবাবপত্র পুড়ে প্রায় নিঃস্ব হয়ে যায় পরিবারটি। ক্ষয়ক্ষতির পরিমান অনুমান করা হয় ১২লাখ টাকারও বেশি।
এ ঘটনা সামাজিক মাধ্যমে প্রচার হলে ফজুরকান্দি, ঘারমোড়া ও ছোটঘারমোড়াসহ আশপাশের এলাকার মানবিক মানুষের সহায়তায় একটি ঘর নির্মান করা হয় এবং খাবারের তৈজষপত্রসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে যোগান দেয়া হয় বলে জানান, ফজুরকান্দি গ্রামের সমাজ সেবক আলহাজ্ব মো. খোরশেদ আহমেদ।
তিনি আরো জানান, আমাদের অনুরোধে ছোট ঘারমোড়া গ্রামের মৃত আব্দুল খালেক হাজ্বীর ছেলে ডুবাই প্রবাসী মো. আক্তার হাজ্বী, ডুবাই প্রবাসী মো. দেলোয়ার হোসেন ডিয়ম, মো. আল আমিন, মো. জিলানী, মো. মাইনুদ্দিনসহ তাদের প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আজকে আরো নগদ ৭০হাজার টাকা আমাদের গ্রামবাসীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, ফজুরকান্দি গ্রামের বর্তমান মেম্বার বকুল আহমেদ, সাবেক মেম্বার আব্দুল খালেক, ছোট ঘারমোড়ার সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, ইব্রাহিম মোল্লা, আহমদ আলী হাজ্বী, মো. অলেক মিয়া, ঘারমোরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, মো. আবু মিয়া, মুর্শিদ মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ।আরো জানা যায়, সহায়-সম্বলহীন কৃষক সারাউদ্দিনের পরিবারে স্ত্রী চার ছেলে ও তিন ছেলের বউ এবং দুই নাতি নিয়ে যৌথ পরিবারে বসবাস করে আসছিলেন। হঠাৎ অগ্নিকান্ডে তারা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। সমাজের বিত্তবানরা আর্থিক সাহায্যের মাধ্যমে পরিবারটির পাশে এগিয়ে এলে হয়তো ঘুরে দাঁড়াতে পারবে তারা।
এছাড়াও সড়ক দুর্ঘটনায় আহত ছোট ঘারমোড়া গ্রামের আলাউদ্দিনকে ১০হাজার টাকা, হাত ভেঙ্গে যাওয়া এক শিশুকে ৫হাজারসহ স্থানীয় অসহায়, বিধবা ও গরীব দুঃখিকে মিলিয়ে ১লাখ ১০হাজার টাকা সাহায্য সহযোগিতা প্রধান করেন ডুবাই প্রবাসীদের “হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ সমিতি”।সংগঠনের অন্যতম সদস্য ছোট ঘারমোড়া নুরানীয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডুবাই প্রবাসী মো. আক্তার হাজ্বী মোবাইলে জানান, তিনি ও তার সংগঠন, ভবিষ্যতে যেকোন দুর্যোগে অসহায়-দরিদ্র মানুষের সাহায্যে পাশে থাকবেন। এলাকার বিত্তবানরাও নিজ এলাকার অসহায় মানুষের সেবায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান।