নিজস্ব প্রতিবেদকঃ
সাফল্যের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল। বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রমে সুন্দর আগামীর প্রত্যাশায় চলছে দেবীদ্বার শিশু মাতৃ হসপিটাল।
মঙ্গলবার(২৪শে জানুয়ারী) সকাল ১০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কেক কেটে ও সকল স্টাফদের পুরস্কার বিতরণ ও রোগীদের মাঝে খাবার বিতরণ করে অত্র হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেবীদ্বার শিশু মাতৃ হসপিটালের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মোমেন, ভাইস চেয়ারম্যান, নিজাম উদ্দিন খন্দকার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুমন, ভাইস চেয়ারম্যান, সোহেল রানা,ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকউল্লাহ সরকার আতিক, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান আনিছ, নির্বাহী সদস্য, মোঃ বাবুল, সুজন, রুবেলসহ অত্র হসপিটালের সকল কর্মচারীগন প্রমুখ।