কুমিল্লা জেলার বরুড়া ও দাউদকান্দি উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে নির্বাচিত ও গেজেটভুক্ত তিন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
তিন চেয়ারম্যান হলো,দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের মোঃ মাজহারুল ইসলাম মানিক সওদাগর,বরুড়া উপজেলার শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের মোঃ ফারুক হোসেন ভূঁইয়া এবং শিলমুড়ি উত্তর ইউনিয়নের মোঃ আবদুস সালাম।
এসময় স্থানীয় সরকার উপপরিচালক(কুমিল্লা) অপর্না বৈদ্য,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তাফা প্রমূখ উপস্থিত ছিলেন। শপথ বাক্য গ্রহণ শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যানরা।