1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে
  • নাদিমুল আল তানভীর মুরাদনগর,প্রতিনিধি :

কুমিল্লার  বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল – মেটংঘর সড়কের  সোনাকান্দা হতে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ তাঁদের আটক করেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নিংওয়াই মারমা তার সঙ্গীও ফোর্স নিয়ে মেটংঘর–শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন এসময় ৩০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা  ও চারজন মাদক ব্যাবসায়ীকে পুলিশ  আটক করেন।
অভিযানকালে আরো ২ জন ব্যবসায়ী পালিয়ে যায়।  গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে  বোরহান(৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দ্রাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মোঃ কাউছার(২৮), একই গ্রামের সেন্টু মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া (৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান  বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারীদের আটক করা হয়েছে। এসময় পালিয়ে যাওয়া দুইজনসহ ৬ জনের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ