অরিয়েনের ২টি চোরাই এক্স-টু কভার্ড ভ্যান বিক্রয়ের প্রস্তুতিকালে ৩ চোরকারবারীসহ এক্স-টু কভার্ড ভ্যান ২টি উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশের বিশেষ টিমের পৃথক অভিযানে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রাম ও বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) থোয়াই ছামং চাক নয়ন, মো. মাসুদ, কৃষ্ণ মোহন দেবনাথ ও এএসআই সাদ্দাম হোসেনের নেতৃত্বে ৩টি দল অভিযান চালিয়ে কাচিসাইর গ্রামের মোল্লা মার্কেটের সামনে একটি টাটা কোম্পানীর এক্স-টু কভার্ড ভ্যান বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা মেট্রো-ম-১৪-০৬৯৭ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এসময় বেরসিক পুলিশ ক্রেতা সেজে আন্ত:জেলা গাড়ি চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য দেবীদ্বার উপজেলার নূরমানিকচর গ্রামের মৃত: বাচ্চু মিয়ার পুত্র মো. আলম(৩১) ও আসরা গ্রামের ইব্রাহীম খলিলের পুত্র আল আমিন(৩০)কে এক্স-টু কভার্ড ভ্যানসহ আটক করেন। পরে তাদের স্বীকারোক্তিতে জাফরাবাদ গ্রামের সোয়ামিয়া হাজী বাড়ির আবুল কাসেমের পরিত্যাক্ত জমি থেকে অপর টাটা কোম্পানীর এক্স-টু কভার্ড ভ্যান ‘ঢাকা মেট্রো-ন- ১৫-৯৯৩০নং)সহ নূরমানিকচর গ্রামের আলমগীর হোসেনের পুত্র সাইফুল ইসলাম(২৬)কে আটক করে থানায় নিয়ে আসেন।
ওই ঘটনায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বাদী হয়ে আটক ৩ আসামীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা নং- ১৯, তাং ২৬/০১/২০২৪ইং। সংবাদ পেয়ে অরিয়েন ফার্মা কোং লিঃ’র গাড়ি চালক মো. কবির হোসেন ও অরিয়েন গ্রুপের সেলসম্যান হাসান শিকদার আমিনুল ইসলাম আসেন। চালক কবির হোসেন বলেন, বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) ভোর ৪টায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ‘শুভ গ্যারেজে’ রক্ষিত অরিয়েন গ্রুপ ও অন্যান্য কোম্পানীর ভাড়ায় গাড়ি রাখা হয়। আটক ৩ সদস্যের একজন মো. আলম আগে ‘দারাজ’ কোম্পানীর গাড়ির চালক ছিলেন। ওই কোম্পানীর গাড়ি চালক হিসেবে শুভ গ্যারেজে গাড়ি রাখত। গ্যারেজ মালিকের সাথেও তার পরিচয় ছিল। ঘটনার দিন ভোরবেলায় মো. আলম গ্যারেজের নৈশ প্রহরী শীতের ভোরে আগুনের ছেকা নিচ্ছিল। হঠাৎ পেছনদিক থেকে এসে গামছা দিয়ে নৈশপ্রহরীর চোক বেঁধে পাশের একটি কক্ষে উপুর করে ফেলে রেখে গাড়ি দু’টি নিয়ে পালিয়ে যায়, অন্যান্য গাড়ি নিতে চেষ্টা করেছিল গাড়ি চালু করতে না পারায় আর গাড়ি নিতে পারেনি। ওই ঘটনায় অরিয়েন গ্রুপের সেলসম্যান হাসান শিকদার আমিনুল ইসলাম বাদী হয়ে নারায়নগঞ্জ ফতুল্লা থানায় একটি মামলা করেন। মামলা নং-৩৫৭(৩)৮১, তারিখ-২৫/০১/২০২৪ইং। এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, চোরাইগাড়ি বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি এক্স-টু কভার্ড ভ্যান উদ্ধারসহ আন্তজেলা চোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক আসামী প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরির অভিযোগে ৬/৭টি করে মামলা রয়েছে। তাদের অন্যান্য টিম সদস্যদের আইনের আওতায় আনতে এবং অন্যান্য মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।