শফিউল আলম রাজীব দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে ইলেটগন্জ রাজেন্দ্র বিশ্বজিৎ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল উপস্থিত থেকে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাকিব ও আদিত্য দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মোঃ রায়হান মিয়াজি, ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, আল-আমিন অভি প্রমুখ।
এসময় কলেজ ক্যাম্পাসের আঙিনায় ও সড়কের পাশে শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল জানান, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পিছনে যেমন করে বঙ্গমাতা আড়ালে থেকে বঙ্গবন্ধুর অনুপ্রেরণা হয়ে কাজ করে গিয়েছিলেন। তেমনি বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আজ এই মহীয়সী নারীকে আমাদের স্মরণ ও শ্রদ্ধা।