দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি
পরিবারে ছিলনা আর্থিক অনটন। মাস ছয়েক আাগে প্রবাসী ছেলে অনলাইনে ভিডিও দেখে, শখের বসে মায়ের জন্য কিনে বাড়ি পাঠায় কয়েক জাতের দশটি বিদেশী মুরগির বাচ্চা।
কুমিল্লা দেবীদ্বারের পোনরা গ্রামের ওই প্রবাসীর মা জাহানারা বেগম, দশটি বাচ্চা নিয়ে আরাম্ভ করে তার ছেলের শখের খামার। বাচ্চাগুলোকে পরম যতেœ পালন করে এখন তার সংগ্রহে ছোট-বড় মিলিয়ে রয়েছে ৮৫টি মুরগি।
সরজমিনে গিয়ে দেখ গেছে, তাদের সংগ্রহে কলম্বিয়ান লাইট ব্রাহমা, মাল্টেড কোচিন, চীনা সিল্কি, আমরিকন ব্রাহমা, বাদ্রামা ও টার্কিসহ কয়েক জাতের মুরগি।
দেশে বিরল এসব বিদেশী সৌখিন মুরগি খামারীদের কাছে ব্যাপক চাহিদা থাকায়,বাজারে তুলনামূলক দাম অনেক বেশি।
সৌদি প্রবাসী রাসেলের মা জাহানারা জানায়, আমার ছেলে বিদেশে থাকে। মাস ছয়েক আগে অনলাইনে বিদেশি মুরগির ভিডিও দেখে শখের’বসে দশটি মুরগির বাচ্চা কিনেছিল সে। এখন দশটি থেকে আমার ছোট খামারে পাঁচ-ছয় জাতের ৮৫টি বিদেশি মুরগি আছে। কয়েক দিন আগে ব্রাহমা মুরগির ১২ বাচ্চা বিক্রি করেছি। এখন আরও ৭ ব্রাহমা মুরগির বাচ্চা আছে সে গুলিও বিক্রি করব।