তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা; তোমাদের শিক্ষা- অভিজ্ঞতা- কর্ম যেন মানব কল্যাণে স্বার্থক হয়। দেবীদ্বার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের ”সাবাশ-৯৬ ব্যাচের” পুণর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এমন প্রত্যাশা করেন শিক্ষকগন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউ এম এ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯৬ ব্যাচের ছাত্র/ছাত্রীদের উদ্যোগে স্কুল প্রাঙ্গনে “সাবাস-৯৬ পুণর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও বড়শালঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে এবং ৯৬ ব্যাচের ছাত্র মোঃ মাহবুব আলম ও নাছির উদ্দিনের উপস্থপনায় প্রথম পর্ব দুপুর ১টা পর্যন্ত এবং দ্বীতিয় পর্ব সন্ধ্যা পর্যন্ত গড়ায়। প্রথম পর্বে ৯৬ ব্যাচের কেডার প্রশাসন থেকে নানা পেশায় নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে, বিলকিছ আক্তার, নাসির উদ্দিন, আলম হাজারী, তোফায়েল চৌধুরী, জহিরুল ইসলাম. মোজাম্মেল হক, ইকবাল হোসেন, আনিসুজ্জামান, জাবেদ ইকবাল, কামরুল হাসান, হুমায়ুন কবির, অলি উল্লাহ, মোঃ খাইরুল ইসলাম, জহিরুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ স্কুল জীবনের নানা স্মৃতিময় ঘটনা বর্ননা করে বক্তব্য প্রদান করেন। অনেকে আবেগ প্রকাশে কেঁদে ফেলেন, দেশ- জাতি ও এলাকার কল্যানে তারা এগিয়ে আসারও প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের মধ্যে জ্ঞানগর্ব বক্তব্য প্রদান করেন,- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ইউছুফ, আমজাদ হোসেন, আব্দুল হাকিম, মো. আবু হানিয়, সাবেক শিক্ষক নিহার রঞ্জন চক্রবর্তী, আব্দুল ওয়াদুদ ভ‚ঁইয়া, মো. আব্দুল হালিম, মো. বজলুর রহমান প্রমূখ। সন্ধ্যায় এক সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচী সমাপ্ত হয়।